মাদারীপুরে ইঞ্জিনচালিত নৌকায় উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করায় এক সেনা সদস্যে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৭ জুলাই) জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (৭ জুলাই) মধ্যরাত ১২টার দিকে অভিযুক্ত ৫ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে মাদারীপুর ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা।
বিজ্ঞাপন
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত সেনা সদস্য প্রশান্ত বৈদ্য (৩৩) একই গ্রামের নকুল বৈদ্যর ছেলে। তিনি রাজধানী ঢাকার সাভার সেনানিবাসে কর্মরত আছেন।
আটকরা হলেন— রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রামের মৃনাল ভক্ত (৪২), একই গ্রামের রামানন্দ (৬৫), সুব্রত ভক্ত (২৭), সমর ভক্ত (৪১), আশুতোষ ভক্ত (৬৫)।
জানা যায়, রাজৈরের নয়ানগর গ্রামের সেনা সদস্য প্রশান্ত বৈদ্যর বাড়ির পাশে ইঞ্জিনচালিত নৌকায় গত শনিবার দুপুরে উচ্চশব্দে গান বাজায় স্থানীয়রা। বিষয়টিতে বিরক্তবোধ করলে ওইখান থেকে নৌকা নিয়ে সরে বলেন প্রশান্ত। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সোমবার দুপুরে প্রশান্তকে একা পেয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রশান্তের বাম পা ভেঙে দেয় হামলাকারীরা। সেনা সদস্যের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহত প্রশান্তকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে রাজৈর আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। পরে হস্তান্তর করা হয় থানা পুলিশের কাছে।
বিজ্ঞাপন
মাদারীপুরের রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ বলেন, সেনাসদস্য প্রশান্তকে হাতুড়ি পেটার ঘটনায় ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। এ ব্যাপারে মামলা দায়েরের পর নেওয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা।
প্রতিনিধি/টিবি

