সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনাকে কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ১০:৩২ পিএম

শেয়ার করুন:

জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনাকে কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশ
জিরুনা ত্রিপুরা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে জেলা পরিষদের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তার বিরুদ্ধে অসদাচারণ ও দুর্নীতির অভিযোগ দাখিলের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সোমবার (৭ জুলাই) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত অফিস আদেশে এ বিষয়টি জানা যায়। 


বিজ্ঞাপন


এতে বলা হয়, চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে সদস্যদের অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সঙ্গে অসদাচারণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদারের বিলের ফাইল আটকে রেখে ঘুষ বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ দাখিল করেছেন পরিষদের ১৪ জন সদস্য ।

অভিযোগটি বর্তমানে তদন্তাধীন। অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য পরিষদের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আদেশে।

বিষয়টি নিশ্চিত করে জেলা পরিষদের সদস্য মনজিলা ঝুমা জানান, তিন দিন আগে তার (জিরুনা) বিরুদ্ধে সদস্যরা মিলে মন্ত্রণালয়ে অভিযোগ পাঠিয়েছেন। তাকে পরিষদের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ায় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

গত বছরের ৭ নভেম্বর জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর