সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রিপল মার্ডার মামলায় কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী লিপটন গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ১০:১৮ পিএম

শেয়ার করুন:

ট্রিপল মার্ডার মামলায় কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী লিপটন গ্রেফতার

ঝিনাইদহের শৈলকূপায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির ওরফে লিপটন এবং তার সহযোগী রাজুকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) দুপুরে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোখলেসুর রহমান তাদের গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। আদালত আগামীকাল (৮ জুলাই) রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।


বিজ্ঞাপন


 এর আগে গত ৬ জুন কুষ্টিয়ার দুর্বাচারা গ্রামে সেনাবাহিনীর একটি অভিযানে লিপটন ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, লিপটনের বিরুদ্ধে হত্যা, গুম, অপহরণ ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগের হাইপ্রোফাইল নেতা ও সাবেক সাংসদ মাহবুব-উল আলম হানিফের ঘনিষ্ঠ হিসেবে লিপটনের পরিচিতি রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি শৈলকূপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় পূর্ব বাংলার সামরিক কমান্ডার হানেফ আলী, লিটন ও রাইসুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। নিহত হানেফের ভাই সাজেদুল ইসলাম ইশা বাদী হয়ে শৈলকূপা থানায় মামলা দায়ের করেন। এ মামলায় লিপটন ও রাজুর সম্পৃক্ততার সন্দেহে পুলিশ তাদের বিরুদ্ধে শোন অ্যারেস্ট দেখায়।

তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শাকিল আহম্মেদ জানান, ট্রিপল মার্ডার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে কেউ এখনও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। মঙ্গলবার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হতে পারে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর