সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজারহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ১

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০৯:৪৭ পিএম

শেয়ার করুন:

রাজারহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ১

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে নিবাস চন্দ্র সরকার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তিস্তা-রাজারহাট সড়কে সুন্দরগ্রাম পুটিকাটা মোড়ে এ ঘটনা ঘটে। নিবাস চন্দ্র সরকার ওই এলাকার বলাইচন্দ্র সরকারের ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয়রা জানান, নিবাস চন্দ্র সরকার সোমবার বিকেলে তার বাইসাইকেল নিয়ে গরুর ঘাস নিতে বের হন। এ সময় রাজারহাট-তিস্তা রেলসড়কের সুন্দরগ্রাম পুটিকাটা পৌঁছালে কুড়িগ্রামগামী লোকাল ট্রেন ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি লালমনিরহাট রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর