রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘যাদের হাতে দলের কর্মী নিরাপদ নয়, সেখানে মানুষ কীভাবে নিরাপদ থাকবে’

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০৮:৩০ পিএম

শেয়ার করুন:

‘যাদের হাতে দলের কর্মী নিরাপদ নয়, সেখানে মানুষ কীভাবে নিরাপদ থাকবে’

বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর পুত্র সাবেক ইন্দুারকানি উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, ইসলামকে যারা ভয় করে তারা দুর্নীতিকে জাহান্নামের আগুনের মতই ভয় করে। তারা দুর্নীতি করবে না। যারা দুর্নীতি করে না আপনার আমার নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ জামায়াত ইসলামই করতে পারবে।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ইতোমধ্যে ৩০০ আসনের মধ্যে ২৯৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণা করার পর বাংলাদেশের এমন কোনো উপজেলা দুইটা গ্রুপের মারামারি করে ৫ জন মারা গেছে আর ৩ জন ঠ্যাং ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছে এমন রিপোর্ট দেখছেন আপনারা?


বিজ্ঞাপন


অথচ কোনো কোনো দলের ওয়ার্ড ইউনিয়ন কাউন্সিল হয়। সেখানে নিজেরা নিজেরা চেয়ার ভাঙে, অফিস ভাঙে, শেষ মেশ মাথাও ভাঙে। যারা নিজেরা নিজেদের নিরাপত্তা দিতে পারে না। যাদের হাতে নিজেদের দলের কর্মী নিরাপদ নয়, তাদের হাতে দেশের ১৮ কোটি মানুষ কীভাবে নিরাপদে থাকবে?

thumbnail_1000134024 

সোমবার (৭ জুলাই) বিকেল ৫টায় পিরোজপুরের নাজিরপুর সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে ও মাওলানা শামসুল হকের সঞ্চালনায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

ফ্যাসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত আমরা লড়াই করব: জামায়াত আমির

মাসুদ সাঈদী দেশ পরিবর্তনের জন্য ইসলামী শাসন কায়েম করতে দাড়িপাল্লায় ভোট চেয়ে আরও বলেন, দেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে রাখতে হলে এবারে আপনারা নিজেরা শপথ নিয়ে পরিবার-পরিজন বন্ধুবান্ধব মিলে ভোটের তারিখ যেদিন ঘোষণা হবে সেদিন সবাই দাড়িপাল্লায় ভোট দেব।

thumbnail_1000134018

তিনি আরও বলেন, আমার বাবা সংসদ সদস্য থাকা অবস্থায় কেউ বলতে পারবে না একটি টাকার দুর্নীতি করেছে। আমাকে নির্বাচিত করলে আমিও আমার বাবার ন্যায় আপনাদের খেদমত করব। ভালো নেতা বাছাই করলে ভালো থাকবেন। মন্দ নেতা বাছাই করলে মন্দ থাকবেন।

এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন- উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি কাজী মোসলে উদ্দিন, নাজিরপুর শহীদ জিয়া কলেজের প্রভাষক প্রদীপ কুমার হালদার, শিবিরের উপজেলা সেক্রেটারি মো. সাকিবুল হাসান প্রমুখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর