বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সনিয়া (১৮) ও সাইফুল মোল্লা (৩৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকাল ০৮টার আগের ২৪ ঘণ্টায় তারা বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিজ্ঞাপন
এই বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।
নতুন মৃত্যু নিয়ে বিভাগজুড়ে মোট ১৫ জনের মৃত্যু হলো; এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে বরগুনা জেলায় (মোট ছয়জন)। একই সময়ে বিভাগজুড়ে নতুন আক্রান্ত হয়েছে ১৫৪ জন।
মৃত সনিয়া (১৮) বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা গ্রামের বাসিন্দা। তিনি রোববার শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আরেক মৃত সাইফুল মোল্লা (৩৫) বরগুনা জেলার পাথরঘাটার বড়ই-তলা গ্রামের বাসিন্দা। তিনি শুক্রবার শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ৩০ জন ভর্তি হয়েছে। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ০৯ জন। পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাতজন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, ভোলা সদর হাসপাতালে দু’জন ভর্তি হয়েছে। পিরোজপুরে ১৭ জন, বরগুনায় ৬৩ ও ঝালকাঠিতে দু’জন আক্রান্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭৬ জন।
বিজ্ঞাপন
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে বের হতে হবে। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা উচিত। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।
প্রতিনিধি/ এমইউ

