সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছেড়ে গেছেন বাবা, ২ বছরের মেহেদীকে বাঁচাতে চায় অসহায় মা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

ছেড়ে গেছেন বাবা, ২ বছরের মেহেদীকে বাঁচাতে চায় অসহায় মা

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ক্ষুদ্র শিমলা গ্রামের শিশু আরিয়ান মেহেদী দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। মাত্র ১ বছর ১০ মাস বয়সে পায়খানার রাস্তার নার্ভ অবরুদ্ধ হয়ে যাওয়ায় শিশুটি স্বাভাবিকভাবে মলত্যাগ করতে পারছে না, যা দিন দিন তার জন্য হয়ে উঠছে প্রাণঘাতী। পেট দিনের পর দিন ফুলে যাচ্ছে। ফলে ব্যাথায় মাঝে মাঝেই চিৎকার করে কান্না করে শিশুটি।

বর্তমানে সে সিরাজগঞ্জ জেলা শহরের আল-হেরা জেনারেল হাসপাতালে অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুল্লাহেল কাফীর অধীনে চিকিৎসা নিচ্ছে। কিন্তু তার উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন ঢাকার গ্রীনরোডে ক্রিসেন্ট গ্যাস্ট্রালিভার হাসপাতালে নিয়ে যাওয়ার। এছাড়াও সিরাজগঞ্জের খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসকরা জানিয়েছেন অপারেশনের জন্য প্রয়োজন প্রায় তিন লাখ টাকা।


বিজ্ঞাপন


শিশুটির মা মোছা. লাইলী খাতুন একাই লড়াই করে যাচ্ছেন সন্তানের প্রাণ বাঁচাতে। স্বামী মো. নূরনবী সন্তান জন্মের মাত্র দুই মাস পরেই পরিবার ছেড়ে চলে গেছেন। তখন থেকেই লাইলী তার মায়ের বাড়িতে অবস্থান করছেন এবং সিরাজগঞ্জ শহরের বিভিন্ন বাসায় কাজ করে ছেলেকে বড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে শহরের সয়াধানগড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

মেহেদীর চিকিৎসায় এতদিনে নিজের সবকিছু বিক্রি করে ফেলেছেন এই মা। তবুও প্রয়োজনীয় টাকা জোগাড় করতে না পেরে তিনি দিশেহারা। এর মধ্যেই প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ঋণ নিয়ে ফেলেছেন, যা শোধ দেওয়ারও কোনো উপায় নেই তার কাছে।

সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান বলেন, এই ধরনের চিকিৎসায় আমাদের সহায়তা করার সুযোগ নেই। সহায়তার আবেদন করলে আমরা হয়ত দুই থেকে তিনমাস পরে ৫ থেকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান দিতে পারব।

সমাজের মানবিক ও বিত্তবান মানুষদের নিকট আকুল আবেদন জানিয়ে মা লাইলী খাতুন বলেন, আমার কিছুই নেই, মানবিক মানুষগুলো থেকে একটু সাহায্য পেলে হয়তো আমার বাচ্চাকে বাঁচাতে পারতাম। আমার যা ছিল, সব টাকা খরচ করে ফেলেছি। দয়া করে আমার শিশু সন্তানকে বাচাঁন। ওর কষ্ট হয় অনেক।

মানবিক সহায়তা পাঠাতে চাইলে লাইলী খাতুনের 01745590523  এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন ভুক্তভোগী মা। এই নম্বরেই রয়েছে বিকাশ অ্যাকাউন্ট।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর