শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

চরফ্যাশনে সোয়া কোটি টাকার কারেন্ট জাল জব্দ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুন ২০২২, ০৯:৫২ এএম

শেয়ার করুন:

চরফ্যাশনে সোয়া কোটি টাকার কারেন্ট জাল জব্দ

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার বাংলাবাজারে অভিযান চালিয়ে দুই দোকান ও এক বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৫৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি।

সোমবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


কোস্টগার্ড দক্ষিণ জোন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মতিন খান ও মেরিন ফিশারি অফিসার আল নোমানের নেতৃত্বে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম ওই বাজারে অভিযান চালায়।

এসময় বাজারের দুইটি সুতা-জালের দোকান ও বাজার সংলগ্ন একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৫৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যাঁর বাজার মূল্য প্রায় ১ কোটি ২৪ লাখ ৯৫ হাজার টাকা।

পরে জব্দ করা জাল অভিযানে অংশ নেওয়া সকলের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর