সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কয়রায় তারেক রহমানের নামে কটূক্তি, ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবি

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ১০:১৬ এএম

শেয়ার করুন:

কয়রায় তারেক রহমানের নামে কটূক্তি, ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মাহমুদ কর্তৃক মিথ্যা অপ-প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুলাই) বিকেল ৪ টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের সামনে কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।


বিজ্ঞাপন


সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম। খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ মনিরুজ্জামান বেল্টু, কয়রা উপজেলা বিএনপি নেতা মো. শরিফুল আলম, সরদার মতিয়ার রহমান, কোহিনুর আলম, শেখ সালাউদ্দিন লিটন, ডিএম নুরুল ইসলাম, আঃ সামাদ, হাবিবুর রহমান, ফয়জুল করিম খোকন, আবুল বাশার ডাবলু শহিদুল্যাহ শাহিন, ডা. গোলাম সুরাত,  মঞ্জুর মোর্শেদ, ডা. নুরুল ইসলাম খোকন,মহসিন রেজা, কৃষক দলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাইদ মালী, যুবদল নেতা এহসানুর রহমান, আকবার হোসেন, আছাদুল ইসলাম, আবুল কালাম আজাদ কাজল, দেলোয়ার হোসেন, ডাবলু, মিলন, মিজানুর রহমান লিটন, উপজেলা  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলান উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা প্রভাষক রবিউল, ঢালি নজরুল ইসলাম,উপজেলা  ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্যাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্র নেতা ইমরান হোসেন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম বলেন,প্রশাসনের নিকট স্বৈরাচারের দোসর মাহমুদ চেয়ারম্যানকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানান। তাকে অপসারণ করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর