মেহেরপুরের গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ভারপ্রাপ্ত সাবেক মেয়র ইন্সারুল হক ইন্সু মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৬ জুলাই) দিবাগত রাত সোয়া দুইটার দিকে ঢাকা বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরহুম ইন্সারুল হক ইন্সু গাংনী থানাপাড়ার মৃত আব্দুল করিম মালিথার ছেলে।
বিজ্ঞাপন
গত বুধবার (০২ জুলাই) দুপুরে পেটে যন্ত্রণা কারণে হঠাৎ অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে পেটে যন্ত্রণার পরিবর্তন না হওয়ায় শুক্রবার (০৪ জুলাই) ঢাকা বিআরবি হাসপাতালে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (৭ জুলাই) বিকেল তিনটায় গাংনী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের বড় ভাই এনামুল হক।
এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
জানাযা শেষে গাংনী থানাপাড়াস্থ (ওলিপাড়া)গোরস্থানে দাফন সম্পন্ন হবে। এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লী ও আত্মীয়-স্বজনকে জানাযায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের পরিবারের সদস্যরা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে