শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু

রংপুরে নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বদরগঞ্জের ওসি জানান, যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার দুই ছাত্র এবং চিকলি নদীতে স্কুলের এক ছাত্রসহ তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুলাই) দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসী যমুনেশ্বরী নদী থেকে শিক্ষার্থী মেহেদী হাসান সিয়ামকে (১৩) উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। বিকাল সাড়ে ৫টায় নদী থেকে আলিফ হোসেনের (১২) লাশ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


পৌর শহরের জামু বাড়ি ডাঙ্গাপাড়া এলাকার জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা থেকে সকালে মেহেদী হাসান সিয়াম, আলিফ হোসেন ও আল হুসাইন পালিয়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পর দুপুরে যমুনেশ্বরী নদীতে পাকেরমাতা ব্রিজের নিচে মেহেদী হাসান সিয়ামকে পাওয়া যায়। বিকাল সাড়ে ৫টার দিকে যমুনেশ্বরী নদীতে আলিফের লাশ দেখতে পায় স্থানীয়রা। সিয়ামের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আর আলিফের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়।

অপরদিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের ধোলাই ঘাট এলাকায় রোববার দুপুরে চিকলি নদীতে গোসল করতে গিয়ে তাসিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  তাসিন রাধানগর ইউনিয়নের দিলালপুর মাদারগঞ্জ গ্রামের জিয়াউরুল ইসলামের ছেলে এবং দিলালপুর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

এ বিষয়ে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম আতিকুর জানান, যমুনেশ্বরী নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। একজন পুলিশ হেফাজতে রয়েছে। একই দিন দুপুরে চিকলি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দিলালপুর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র তাসিনের মৃত্যু হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর