নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।
রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার হারুলিয়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে ১৩টি চায়না দুয়ারি জাল ও পাঁচটি কারেন্ট জাল জব্দ করা হয়। এ জালগুলোর বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
পরে জব্দকৃত জালগুলো বারহাট্টা উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ অভিযানে নেতৃত্ব দেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান। সঙ্গে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম হোসেন, বারহাট্টা থানার পুলিশ এবং মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মচারী।
ইউএনও মো. খবিরুল আহসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে হারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। দেশীয় মাছের প্রজাতি রক্ষা ও জলাশয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
বিজ্ঞাপন
উল্লেখ্য, চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। এই জালগুলো দেশের মৎস্য সম্পদ ও প্রাকৃতিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে থাকে।
প্রতিনিধি/ এমইউ