বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

মাধবপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ 
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ১০:১৮ পিএম

শেয়ার করুন:

মাধবপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

হবিগঞ্জ জেলার মাধবপুরে সাত বছরের এক মাদরাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

রোববার (৬ জুলাই) অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। 


বিজ্ঞাপন


উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামে শনিবার (৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। 

শনিবার রাতে পুলিশ অভিযুক্ত শাহ আলমকে (৩৭) গ্রেফতার করেছে। আটক শাহ আলম মালঞ্চপুর গ্রামের আনব আলীর ছেলে।

শনিবার দুপুরে মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে লম্পট শাহ আলম শিশুটিকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে - কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়। পরে মা-বাবা বাড়ি ফিরলে শিশুটি ঘটনা খুলে বলে। 

এরপর অসুস্থ অবস্থায় আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।


বিজ্ঞাপন


মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ উল্ল্যা জানান, ঘটনাটি জানার পর ধর্ষককে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। শিশুটির অভিভাবকরা চিকিৎসার কাজে ব্যস্ত রয়েছে। থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। তাই আপাতত শাহ আলমকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর