ঝিনাইদহের কালীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তানহা আক্তার বিথী (১৫) নামের এক কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ জুলাই) কালীগঞ্জ থানার প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয় ।
বিজ্ঞাপন
গ্রেফতার বিথী উপজেলার মহিষাহাটি গ্রামের মাসুদ রানার মেয়ে।
কালীগঞ্জ থানার প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার মহিষাহাটি গ্রামের আহসান হাবিবের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তানহা আক্তার বিথীকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল। সেখানে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই রাজিব আটক বিথীকে গ্রেফতার দেখিয়ে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।
প্রতিনিধি/ এমইউ