বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

বীরগঞ্জে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

বীরগঞ্জে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

দিনাজপুরের বীরগঞ্জে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চাকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত শ্রী সুকুমার মহন্ত (৪৭) রংপুর সদরের সাতগড়া এলাকার জানকি মহন্তের ছেলে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিআরটিসি বাস পঞ্চগড় থেকে রংপুর যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত হন অন্তত ২০ জন যাত্রী।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর এ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি জানান, পঞ্চগড় থেকে রংপুরগামী বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একজন নিহত হয়েছেন। আহতদের পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর