আগের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে গাজীপুরের টঙ্গীতে মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আইনজীবী জিয়াউল হাসান স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন পেশায় একজন আইনজীবী। তিনি সাবেক বিএনপি নেতা পরিচয়ে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও বিএনপি নেতাকর্মীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামি করে মোটা অঙ্কের টাকা আদায় করে আসছিলেন।
ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় (৩৩৬ নং) আসামি হিসেবে গ্রেফতার স্বপনের নাম রয়েছে। রোববার দুপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকায় একটি রেস্তোরাঁয় অবস্থান করছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
এ তথ্য নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, অভিযুক্ত সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে থানায় চারটি চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হবে। পরে সোমবার (৭ জুলাই) আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।
বিজ্ঞাপন
শেখ হাসিনা সরকারের আমলে মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য গড়ে অবৈধ সুবিধা নেওয়ার বহু অভিযোগ রয়েছে স্বপনের বিরুদ্ধে। সরকার পতনের পর তিনি ভোল পাল্টে আরও বেপরোয়া হয়ে উঠেন বলে অভিযোগ।
আরও অভিযোগ, বিএনপির সাবেক নেতার পরিচয়ে প্রকাশ্যেই চাঁদাবাজি করেন স্বপন। এলাকার ব্যবসায়ী শ্রেণি, শিক্ষক, বাড়িওয়ালাদের টার্গেট করে ট্র্যাপে ফেলার চেষ্টা করেন। চাহিদা মতো চাঁদা না পেলে টার্গেট ব্যক্তিকে করেন মামলার আসামি।
এএইচ