শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

চৌগাছা-পুড়াপাড়া রাস্তাটি এখন মৃত্যুফাঁদ!

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর)
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

চৌগাছা-পুড়াপাড়া রাস্তাটি এখন মৃত্যুফাঁদ!

যশোরের চৌগাছা উপজেলার টেঙ্গরপুর মোড় থেকে খড়িঞ্চা বাজার এবং তেল পাম্প থেকে পুড়াপাড়া ক্লিনিক পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বর্ষা মৌসুমে খানাখন্দে ভরা এই রাস্তাটি এখন কার্যত একটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

পথচারীদের অভিযোগ, প্রতিদিনই কেউ না কেউ আঘাতপ্রাপ্ত হচ্ছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, গর্ভবতী নারী ও বয়স্করা এই দুরাবস্থায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।


বিজ্ঞাপন


রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় এখন এটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছোটখাটো দুর্ঘটনা তো নিয়মিতই ঘটছে, আশঙ্কা রয়েছে বড় কোনো দুর্ঘটনারও।

আন্দারকোটা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক তমিজ উদ্দীন বলেন, ‘এই সড়ক দিয়ে স্কুলে যাওয়া-আসা এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। শিশুরা প্রায়ই পড়ে গিয়ে আহত হচ্ছে। সামনে বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হবে।’

এলাকাবাসীর দাবি, সড়কটির প্রতি কর্তৃপক্ষের কোনো নজর নেই। স্থানীয় ব্যবসায়ীরাও মালামাল পরিবহনে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে কর্তৃপক্ষের সমালোচনা করছেন।

chaw-2


বিজ্ঞাপন


এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ বলেন, ‘রাস্তাটি সংস্কারের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত সংস্কার কার্যক্রম শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর