ফরিদপুর কোতোয়ালি থানায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি এ কে আজাদের দায়ের করা মামলার তদন্ত চলছে। হামীম গ্রুপের ল্যান্ড হেড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
৫ জুলাই তারিখে এ কে আজাদের পক্ষে তিনি মামলাটি দায়ের করেন। রোববার (৬ জুলাই) দুপুরের দিকে মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বিশ্বান ঘটনাস্থল পরির্দশন করেছেন।
বিজ্ঞাপন
এ কে আজাদের বাড়িতে চড়াও ও তাকে হুমকি দেওয়ার অভিযোগ এনে ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফাসহ (৫৫) বিএনপির ১৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এ মামলা হয়।
এতে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
রাফিজুল খান বলেন, রোববার (৬ জুলাই) দুপুরের দিকে মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বিশ্বান ঘটনাস্থল পরির্দশন করেছেন। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, আমরা চাই স্যারের (এ কে আজাদের) বাড়িতে চড়াও হয়ে তাকে হুমকি দেওয়ার বিষয়টি তদন্ত সাপেক্ষে সঠিক বিচার হোক।
বিজ্ঞাপন
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ মামলার তদন্ত চলছে। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
প্রতিনিধি/ এমইউ