সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

বাগেরহাটে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

বাগেরহাটে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রোববার (৬ জুলাই) এ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


মৃত যুবকের নাম সঞ্জয় কর্মকার (২৮)। তিনি উপজেলার বানিয়াখালী গ্রামের নারায়ন কর্মকারের ছেলে। সঞ্জয় গতকাল থেকে নিখোঁজ ছিলেন।

সন্ন্যাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তালেবুল্লা শিকদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নিহতের ভাই নরেশ কর্মকার জানান, বৌয়ের সঙ্গে বিরোধ ও শ্বশুরবাড়ির লোকজনের অব্যাহত মানসিক চাপে বিষণ্ণতায় ভুগছিল সঞ্জয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর