শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা 
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ বেদবাড়ি রেলগেটের অদূরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা ব্যক্তির (বয়স আনুমানিক ৫০) মৃত্যু হয়েছে। 

রোববার (৬ জুলাই) সকালে চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশনে নিয়ে আসে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, রাত ২টার দিকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের পাশের মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে যে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। 

নিহতের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ডান হাত থেতলে গেছে। একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পাশেই পড়ে ছিল। মরদেহের পাশে একটি ছেঁড়া লুঙ্গি ও শার্ট পাওয়া গেছে।

পিআইবির পরিদর্শক নাসির উদ্দিন বলেন, "আমরা মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। তবে মুখমণ্ডলের গঠন বিকৃত হয়ে যাওয়ায় এবং ডান হাতে কোনো চিহ্ন না থাকায় এখনও পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।"

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর