ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদের ছাদ থেকে মায়মুনা আক্তার ময়না (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়ার এলাকায় এ ঘটনা ঘটে। মায়মুনা শাহবাজপুর গ্রামের প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে।
বিজ্ঞাপন
সরাইল থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী জানান, সকালে শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া মসজিদের ছাদে এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।
তিনি বলেন, গতকাল শনিবার দুপুরে খেলতে বেড় হয়ে শিশুটি নিখোঁজ হয়। শিশুটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পিবিআইসহ আমরা সবাই মিলে তদন্ত করছি, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মোয়াজ্জেমকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/ এজে