শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

ফতুল্লায় স্টেডিয়ামের পাশে অজ্ঞাত যুবকের লাশ, গলায় ও হাতে আঘাতের চিহ্ন

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ১১:২১ এএম

শেয়ার করুন:

ফতুল্লায় স্টেডিয়ামের পাশে অজ্ঞাত যুবকের লাশ, গলায় ও হাতে আঘাতের চিহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) ভোরে লাশটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ২৫ বছর। নিহতের চোখ, গলা ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

জানা গেছে, রোববার ভোরে স্থানীয়রা লাশটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠায়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ‘নিহত যুবকের পরনে ছিল কালো গেঞ্জি ও কালো ফুলপ্যান্ট। তার দুই হাতে ও গলায় বাঁধার দাগ রয়েছে। ডান চোখ আঘাতের কারণে ফুলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাকে হত্যা করে স্টেডিয়ামের সামনে রাস্তার পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা।’

তিনি আরও বলেন, ‘নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় জানা গেলে হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন সম্ভব হবে।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর