বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

গাঁজা খেয়ে নিজের মেয়েকে হত্যা করলেন বাবা

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ০৭:২৫ এএম

শেয়ার করুন:

গাঁজা খেয়ে নিজের ছেলেকে হত্যা করলেন বাবা

কক্সবাজারের উখিয়ায় মাদকাসক্ত পিতার লোহার আঘাতে ঘুমন্ত শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় পাশের খালে। এঘটনায় ঘাতক বাবাকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার কুনারপাড়ায় এই ঘটনা  ঘটে। 


বিজ্ঞাপন


নিহত শিশু তানিছ ফাতেমা জুতি স্থানীয় আমান উল্লাহ ওরফে আমান মিস্ত্রির সন্তান। সেই পিতা আমানের হাতেই নির্মমভাবে হত্যার শিকার হন চার বছরের শিশু জুতি৷ 

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকেলে আমান উল্লাহ শামলাপুর বাজারে গিয়ে গাঁজা সেবন করেন। তার ইচ্ছে অনুযায়ী গাঁজা সেবন করে  নেশাগ্রস্ত অবস্থায়  সন্ধ্যার দিকে বাড়িতে ফেরেন। এরপর স্ত্রীর সঙ্গে বেঁধে যায় তীব্র ঝগড়া। তার নির্যাতনের কারণে ওই সময় স্ত্রী বড় দুই সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, ঘুমন্ত শিশু  জুতিকে বাড়িতে রেখে যায়। আমান উল্লাহ কোনো চিন্তা না করেই ঘুমন্ত শিশু জুতির মাথায়  লোহা  দিয়ে আঘাত করে। পরে তার মৃত্যু নিশ্চিত হলে মনখালী খালে লাশ ভাসিয়ে দেয়া হয়। কিছুক্ষণ পর স্থানীয়দের সহযোগিতায় আমানের স্ত্রী বাড়িতে ফিরেন, এসময় তার সন্তানকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। শিশু জুতিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে মনখালী খালে তার লাশ ভাসতে দেখা যায়। পুলিশ গিয়ে  লাশ উদ্ধার করেন। 

এব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন বলেন, এঘটনায় জড়িত পিতাকে আটক করা হয়েছে। 
এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর