সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে নিজেরাই লাশ হলেন

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ১০:০৮ পিএম

শেয়ার করুন:

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে নিজেরাই লাশ হলেন

কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগতির লাশবাহী অ্যাম্বুলেন্স লরির পেছনে ধাক্কা লেগে লাশের সঙ্গে থাকা থাকা দু’জন নিহত হয়েছেন।

শনিবার (৫ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় এ ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সের চালক আহত হলেও পরে পালিয়ে যায়।


বিজ্ঞাপন


মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাকলাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে মারা যাওয়া রুবেলের লাশ ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে দ্রুতগতির লাশবাহী অ্যাম্বুলেন্স চট্টগ্রামের ভুজপুরে যাচ্ছিল। পথিমধ্যে বিকেল পৌনে পাঁচটায় মহাসড়কের বাতিসা এলাকায় অ্যাম্বুলেন্সটি একটি লরির পেছনে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

আরও পড়ুন

ঝিনাইদহে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

এতে ঘটনাস্থলেই রুবেলের ভাই চট্টগ্রামের ভুজপুর থানার পূর্ব ভুজপুরের জয়নাল আবেদীনের ছেলে ওসমান গণি নিহত ও একই গ্রামের ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া গুরুতর আহত হন। এরই মধ্যে অ্যাম্বুলেন্সের চালক আহত হলেও তিনি পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত বাবুল মিয়াকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবুল মিয়া মারা যান।


বিজ্ঞাপন


মিয়াবাজার হাইওয়ে থানার সার্জের্ন্ট মো. সাকলাইন বলেন, দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর