বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

‘জনগণের হাতে যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে ততই দেশের জন্য মঙ্গল’

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

‘জনগণের হাতে যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে ততই দেশের জন্য মঙ্গল’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। দেশে নির্বাচন যত তাড়াতাড়ি হবে এবং জনগণের হাতে যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে, ততই দেশের জন্য মঙ্গল হবে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভালো। লন্ডনে তারেক রহমান ও ড. ইউনুসের মিটিং মোতাবেক আশা করছি আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে পারে। সমস্ত কিছু নির্ভর করছে সরকার ও তারেক রহমানের ওপর। দেশের পরিস্থিতি ভালো। নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি দেশে রয়েছে। সমস্ত দল নির্বাচন চায়।


বিজ্ঞাপন


শনিবার (৫ জুলাই) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ধিত সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

নির্বাচনকে পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে: নার্গিস বেগম 

বিএনপির এই নেতা বলেন, বিএনপির সাথে কোনো দলের দ্বন্দ্ব নেই। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকবেই। তবে একটি জায়গায় সব ঠিক হয়ে যাবে। তাছাড়া দেশের সামগ্রিক পরিস্থিতি ভালো আছে।

তিনি আরও বলেন, বিএনপি কোঅপারেশন করছে সরকারের সাথে। ড. ইউনুস কবে নাগাদ বলবেন সিইসিকে নির্বাচনের তারিখ ঘোষণা করা যায়। বিএনপি আশা করছে দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করবে।


বিজ্ঞাপন


এসময় বর্ধিত সভায় ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। এতে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপিসহ তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর