আগামী ১০ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের নড়াইলে আগমন ও পদযাত্রা সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে নড়াইলের রুপগঞ্জ বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
বিজ্ঞাপন
লিফলেট বিতরণ কর্মসূচিতে এসময় এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সামিরা খানম, নাজমুল হাসান উজ্জ্বল, ইরফান বারী উজ্জ্বল, শাহারুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মৌলিক সংস্কার, নতুন সংবিধান, জুলাই গণহত্যার বিচারের দাবি জানিয়ে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সব দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি জানান, ১০ জুলাই দুপুরে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনালের মুক্ত মঞ্চে সভা অনুষ্ঠিত হবে। এসময় উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ অন্য নেতারা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস