শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

বাসাবাড়ি থেকে ৯০০ বোতল সিলিন্ডার গ্যাস উদ্ধার, ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ০৫:৫৪ পিএম

শেয়ার করুন:

বাসাবাড়ি থেকে ৯০০ বোতল সিলিন্ডার গ্যাস উদ্ধার, ২ লাখ টাকা জরিমানা
অবৈধভাবে মজুত করে রাখা গ্যাস সিলিন্ডার উদ্ধারে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের ছবিটি শনিবার দুপুরে তোলা - ঢাকা মেইল।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় আইন অমান্য করে দোকানের পেছনে গোপনে মজুত করে রাখা ৯০০ বোতল এলপিজি গ্যাস উদ্ধার করেছে সেনাবাহিনী। পরে ওই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ জুলাই) বেলা ১টার দিকে উপজেলার তেউটিয়া ইউনিয়নের ঘোড়দৌড় বাজারে আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-ইমরান। এর আগে সকালে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর ১৯ বীর, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্ত মেসার্স শেখ এন্টারপ্রাইজের মালিক রুহুল আমিন দিপু (৫৪) ওই এলাকার জব্বার শেখের ছেলে।

IMG-20250705-WA0007

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আইন অনুযায়ী একজন দোকানি সর্বোচ্চ ৫০০ কেজি বা ৪০ বোতল এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত রাখতে পারবেন। কিন্তু ওই ব্যবসায়ী ১০ হাজার ৮০০ কেজি অর্থাৎ ৯০০ বোতল সিলিন্ডার তার দোকানের পেছনে মানুষের বসবাসস্থল লোকালয়ের মধ্যে নিয়ে টিনের বেড়া দিয়ে কৌশলে মজুত করে রাখেন।

আরও পড়ুন

মুন্সিগঞ্জে ১৪ মাদক কারবারি আটক, ৮ জনকে কারাদণ্ড

সেখানে কোনো ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। তার চেয়েও ভয়ংকর ব্যাপার হচ্ছে যেখানে এগুলো মজুত করে রাখা ছিল তার পাশে একটি ওয়েল্ডিংয়ের দোকান ছিল। কোনোভাবে যদি দুর্ঘটনা ঘটতো তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো।

তিনি আরও জানান, ভোক্তা অধিকার আইনে আদালত পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে ওই ব্যবসায়ীকে। এছাড়া উদ্ধার করা ৯০০ বোতল গ্যাসভর্তি সিলিন্ডারের মধ্য থেকে ৪০টি তার কাছে রেখে বাকিগুলো কোম্পানির কাছে ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর