শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

তিতুমীর কাণ্ডে সমালোচিত অধ্যাপক মালেকার নতুন দায়িত্ব

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

তিতুমীর কাণ্ডে সমালোচিত অধ্যাপক মালেকার নতুন দায়িত্ব
অধ্যাপক মালেকা আক্তার বানু

সরকারি তিতুমীর কলেজে ভাঙচুর ও সহিংসতার অভিযোগে দায়ের করা মামলার বাদী অধ্যাপক মালেকা আক্তার বানুকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

গত ২ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।


বিজ্ঞাপন


এর আগে, ২০২৪ সালের ২৫ জুলাই সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের এই অধ্যাপক বনানী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৫০০ থেকে ৭০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

ওই এজাহারে বলা হয়, ১৮ জুলাই সরকারি ছুটির দিনে সন্ধ্যা ৭টার দিকে বিএনপি, জামায়াত, শিবির ও তাদের অঙ্গসংগঠনের দুষ্কৃতকারীরা বেআইনি সমাবেশ করে তিতুমীর কলেজের সামনে জড়ো হয়। তারা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে কলেজের মেইন গেট লক্ষ্য করে হামলা চালায়। একপর্যায়ে গেট ভেঙে ভেতরে ঢুকে তারা আগুন লাগায় এবং বিভিন্ন দপ্তর ভাঙচুর করে।

অধ্যাপক মালেকার অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, অধ্যক্ষের অফিসের আসবাব ও যন্ত্রপাতি, কলেজের ৪০টি সিসি ক্যামেরা, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র এবং উপাধ্যক্ষের অফিসের সরঞ্জাম নষ্ট করে।

তিতুমীর কলেজে ঘটে যাওয়া ওই ঘটনার পর অধ্যাপক মালেকা আক্তার বানু আলোচনায় আসেন। এবার তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাচ্ছেন।


বিজ্ঞাপন


//

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর