শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

দেশ ও সমাজের কল্যাণে সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ০২:৩১ পিএম

শেয়ার করুন:

দেশ ও সমাজের কল্যাণে সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাংবাদিকরা দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বিগত ফ্যাসিবাদী সরকারের অনিয়ম ও দুর্নীতির চিত্র সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন তারা। সত্য উন্মোচনে তাদের অবদান প্রশংসনীয়।

শনিবার (৫ জুলাই) দুপুরে নাটোর প্রেসক্লাবের চার দশক পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘সাংবাদিকদের ঋণ আমি রক্ত দিয়ে শোধ করতে পারব না। এই সাংবাদিকরাই আমাকে বিশ্ব মানচিত্রে পরিচিত করেছেন। আমার সম্মান ও পরিচিতির পেছনে সাংবাদিকদের অবদানই সবচেয়ে বেশি। একজন সাংবাদিক নেতৃত্বকে যেমন শীর্ষে তুলে ধরতে পারেন, তেমনি আবার নিচেও নামিয়ে দিতে পারেন। একজন সাংবাদিক সমাজের সব অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে পারেন, প্রতিরোধ গড়ে তুলতে পারেন। তবে সংবাদ যেন কারও জন্য অকল্যাণকর না হয়, বরং সত্যের প্রতিফলন হয় এবং দেশ ও সমাজ উপকৃত হয়—এটাই হওয়া উচিত।’

দুলু আরও বলেন, গত ১৭ বছর সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করতে পারেননি। তাদের লেখার অধিকার হরণ করা হয়েছিল। বহু সাংবাদিককে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে, অনেকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আজ অনেক বছর পর সাংবাদিকরা সেই স্বাধীনতা পুনরায় ফিরে পেয়েছেন। জুলাই আন্দোলনে সাংবাদিক বন্ধুরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করেছেন।

তিনি বলেন, ‘একসময় সন্ত্রাসীদের রণক্ষেত্রে পরিণত হয়েছিল নাটোর। ছাত্র ও জনতার জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আমি যখন এমপি ও মন্ত্রী ছিলাম, তখন কোনো বিরোধী দলীয় নেতাকর্মীর ওপর হামলা বা বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেনি। আমি এসবের বিরোধী ছিলাম এবং আছি। আমাকে নিয়ে অনেক সংবাদ হয়েছে, কিন্তু কোনোদিন কোনো সাংবাদিককে বাধা দিইনি। তাঁরা স্বাধীনভাবে লিখেছেন। যতদিন বাঁচব, সাংবাদিকদের পাশে ছিলাম, আছি এবং থাকব।’

অনুষ্ঠানে নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন—নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সিনিয়র সহ-সভাপতি এবিএম মোস্তফা খোকন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা আহ্বায়ক আব্দুল্লাহ শিশির মিম প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর