বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ঢাকা

কমলনগরের ভুলুয়া নদীর তীরে পর্যটকদের ঢল

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

কমলনগরের ভুলুয়া নদীর তীরে পর্যটকদের ঢল

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ভুলুয়া নদীর তীর এখন পর্যটকদের নতুন গন্তব্যে পরিণত হয়েছে। বিশেষ করে রবিবার ও অন্যান্য ছুটির দিনে এবং বিকেলবেলায় এই নদীপাড়ে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে হাঁটছেন, আবার কেউ শীতল বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসছেন।


বিজ্ঞাপন


বিস্তীর্ণ চরের ওপর সবুজ ঘাসে ঢাকা প্রান্তর, মাঝখান দিয়ে চলে গেছে পাকা সড়ক। দু’পাশে সারি সারি গাছ, আর নীরব নদীর জলে প্রতিফলিত হচ্ছে প্রকৃতির ছোঁয়া। যত দূর চোখ যায়, শুধু সবুজের রাজ্য। নদীর জলের কোলাহল আর পাখির কিচিরমিচির শহরের কোলাহল ভুলিয়ে দেয় সহজেই।

চরের উপর দিয়ে চলে যাওয়া সোজা রাস্তা দেখে মনে হয় যেন হাওরাঞ্চলের দৃশ্য। অনেকেই তাই একে ‘দ্বিতীয় হাওর’ নামে ডাকছেন। বিশেষ করে বিকেলবেলায় নারী-পুরুষ, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয় এই নদীপাড়।

নোয়াখালীর মাইজদী থেকে আসা পর্যটক রবিউল আলম ও পান্না বেগম বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় দেখে জানতে পেরে এখানে এসেছি। পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। তবে গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা না থাকায় কিছুটা সমস্যায় পড়তে হয়েছে।’

রায়পুর থেকে আসা ইয়াসমিন আরাফাত, সুজন ও মুনির হোসেন বলেন, ‘অনেক দূর থেকে এসেছি। না এলে বুঝতেই পারতাম না এত সুন্দর একটি জায়গা আছে। গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে হলে এটি অন্যতম সেরা স্থান।’


বিজ্ঞাপন


তবে পর্যটকদের অভিযোগ, নিরাপত্তা ও পর্যটনসেবা নিশ্চিত করতে এখনো কোনো সরকারি উদ্যোগ দেখা যায়নি। ফলে মাঝে মাঝে ছোটখাটো ঘটনার খবর শোনা যায়।

চরকাদিরা ইউনিয়নের ইউপি সদস্য মহিন উদ্দিন বলেন, ‘সরকারি সহায়তা না পেলেও এলাকাবাসী মিলে নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছি।’

কমলনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ-জামান বলেন, ‘গত এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় এই জায়গাটি ভাইরাল হওয়ায় হাজারো মানুষ ভিড় করছেন। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর