বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করে জাতির মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল। জাতিকে মুর্খ ও নেতৃত্বহীন করে তারা আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল। শিক্ষকরা দুর্নীতি করেন তা একসময় আমরা ভাবতেও পারি নাই। কিন্তু বিগত আওয়ামী আমলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রীতিমত দুর্নীতির প্রতিযোগিতা হয়েছে।
শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় গাজীপুর মহানগরীর টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যাণ্ড কলেজ প্রাঙ্গণে ‘ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সফিউদ্দিন সরকার একাডেমি অ্যাণ্ড কলেজ ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
হাসান উদ্দিন সরকার আরও বলেন, আমি গাজীপুরে অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এসব শিক্ষা প্রতিষ্ঠান গড়ার পেছনে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না। শুধু সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এলাকার জঙ্গল পরিষ্কার করে শিয়াল তাড়িয়ে এসব প্রতিষ্ঠান গড়ে তুলেছি। কিন্তু আওয়ামী লীগ এসে এসব শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় কার্যালয়ে পরিণত করেছিল। তারা বিগত ১৬ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে গেছে। দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে জাতিকে জাহিলী যুগে নিক্ষেপ করতে চেয়েছিল।
সফিউদ্দিন সরকার একাডেমি অ্যাণ্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মুহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জি. এম. ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) ডা. মাহাবুবুর রহমান, পরিচালক কর্নেল (অব.) ডা. সাজ্জাদ আহম্মেদ এ কে খান জিলানী, বাংলাদেশ ফেডারেশন অব ডেণ্টাল সাইন্সের মহাসচিব ডা. মো. আসাফুজ্জোহা রুমি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব মো. মাহাবুবুল আলম শুক্কুর।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি