মডেল মসজিদ স্থাপিত হলে ইসলামিক সমাজের উন্নয়ন, নৈতিকতার বিকাশ ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় বান্দরবান সদর উপজেলার মেঘলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচনকালে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ধর্ম উপদেষ্টা বলেন, শান্তি প্রশান্তির খোঁজে মানুষ মসজিদে আসেন। মানুষ এবাদত ও নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায়। নামাজ মানুষকে অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে রক্ষা করে। আমরা বিশ্বাস করি, মসজিদের মাধ্যমে নৈতিকতা, মূল্যবোধ, ভাতৃত্ববোধ, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সমাজের কাছে পৌঁছে যাবে।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, বান্দরবানের প্রবেশদ্বার ও জনপ্রিয় পর্যটন কেন্দ্রের পাশে সুন্দর এই মডেল মসজিদ স্থাপন হবে সেটা ভাবতেই আনন্দবোধ হয়। এছাড়া দীর্ঘদিন ধরে বিশেষ করে সাতকানিয়ার লোকজন ও এই অঞ্চলের মানুষ ভ্রাতৃত্ববোধ নিয়ে সহাবস্থানে বসবাস করে আসছে। ধর্মীয় অনুশাসন, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে এই মসজিদ অগ্রনী ভূমিকা পালন করবে।
বিজ্ঞাপন
এসময় আরও উপস্থিতি ছিলেন— ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল আওয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, গণপূর্ত অধিদপ্তরেরর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. শহিদুল আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ও বান্দরবান পৌর প্রশাসক এসএম মনজুরুল হক প্রমূখ।
প্রতিনিধি/টিবি