বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর দল। একইসঙ্গে ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তল জব্দ করা হয়।

শনিবার (৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলম।


বিজ্ঞাপন


এর আগে, শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে এ অভিযোগ পরিচালনা করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- আজাদ মিয়া, আসাদ আলী, মোশাররফ হোসেস ও ছোটন ছোটন মিয়া।

অভিযানিক দলের পক্ষ থেকে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের আজ শনিরার আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর