বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ঢাকা

এনসিপির গোপালগঞ্জ কমিটি থেকে নাম প্রত্যাহারের অনুরোধ মুদি ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ১০:২৭ এএম

শেয়ার করুন:

এনসিপির গোপালগঞ্জ কমিটি থেকে নাম প্রত্যাহারের অনুরোধ মুদি ব্যবসায়ীর

কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ফেসবুকে পোস্ট দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটি থেকে নিজের নাম প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন মুদি ব্যবসায়ী ছাদিম কাজী।

বৃহস্পতিবার ঘোষিত এনসিপির গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটিতে তাকে এক নম্বর সদস্য করা হয়। পরদিন শুক্রবার দুপুরে ছাদিম কাজী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে কমিটি থেকে নিজের নাম প্রত্যাহারের আহ্বান জানান।


বিজ্ঞাপন


তিনি লেখেন, ‘আমার অনুমতি ছাড়া আমাকে এনসিপির (জেলা সমন্বয় কমিটি) সদস্য মনোনীত করা হয়েছে। এটি আমার ও আমার পরিবারের জন্য অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেছে। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, এনসিপি দলেরও না। তাই আমার নাম এনসিপির কমিটি থেকে বাদ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’

বৃহস্পতিবার রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত ২৯ সদস্যবিশিষ্ট গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়, যেখানে ছাদিম কাজীর নাম প্রথমে রাখা হয়। এ ঘটনার পর ফেসবুকে অনেকেই তাকে অভিনন্দন জানান, যদিও তিনি এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।

এ বিষয়ে ছাদিম কাজী জানান, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। গোপালগঞ্জ জেলা শহরে তিনি মুদি ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। কমিটিতে নিজের নাম দেখে তিনি বিস্মিত হয়েছেন। তাই ফেসবুকে পোস্ট দিয়ে নাম প্রত্যাহারের অনুরোধ জানান।

ছাদিম আরও বলেন, এনসিপির গোপালগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক মো. আরিফুল ইসলাম তার স্কুলের বড় ভাই ছিলেন। হয়তো তিনিই এই নামটি কমিটিতে দিয়েছেন।


বিজ্ঞাপন


এ বিষয়ে জানতে মো. আরিফুল ইসলামের মোবাইল নম্বরে কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর