ভোলার তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়ন বিএনপি সম্পাদক ইব্রাহীম হাওলাদারকে বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৪ জুলাই) বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন
তিনি বলেন, ভোলার তজুমদ্দিনের চাঁচড়ায় আমাদের ইউনিয়ন মহিলাদল সভাপতি মালেকা বেগমকে মারধর করার কারণে ওই ইউনিয়ন বিএনপি সেক্রেটারি ইব্রাহীম হাওলাদারকে বহিস্কার করা হলো। রিজভী এ ঘটনাকে অনৈতিক এবং কাপুরুষোচিত কাজ বলে ভৎসনা করেন চাঁচড়া ইউনিয়ন বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারকে।
উল্লেখ্য, গত ১জুন ভিজিএফ’র নাম চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঁচড়া ইউনিয়ন বিএনপি সম্পাদক ইব্রাহীম হাওলাদারের নির্দেশে এবং তার ক্যাডার বাহিনীরা মহিলাদেরকে নিয়ে চাঁচড়া ইউনিয়নের মহিলাদল সভাপতি মালেকা বেগমকে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে প্রকাশ্যে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। এ ঘটনায় ওইদিন দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে ‘তজুমদ্দিনে ইউনিয়ন মহিলা দল সভাপতিকে নির্যাতন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর নির্যাতিত মহিলা নেত্রীকে উল্টো মামলা দিয়ে এবং তার পরিবারকে ইব্রাহীম হাওলাদারের ক্যাডাররা ভয়-ভীতি দেখায় এবং এলাকা ছাড়া করে। সে ঘটনায় পুনরায় ‘তজুমদ্দিনে বিএনপি নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মহিলাদল নেত্রী’ শিরোনামে ফলোআপ নিউজ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের পর নির্যাতিত মহিলাদল নেত্রী গত ৩ জুলাই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে বিচার দাবি করেন বলে একটি বিশ্বস্ত সূত্র জানায়। পরবর্তীতে ৪ জুলাই শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বহিস্কারাদেশ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
প্রতিনিধি/এজে