বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে ফেয়ার ছাড়া কোনো পিআর নির্বাচন হবে না। ফেয়ার নির্বাচনের জন্য এ দেশের মানুষ আন্দোলন-সংগ্রাম করেছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে শ্যামনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ২০০৭ সালে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। অবৈধভাবে যারা বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করলো, তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না। অবৈধভাবে নির্বাচন করার কারণে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন কমিশনারদের গ্রেফতার করা হয়েছে। তাহলে ২০০৮ সালের নির্বাচন কমিশনারকে গ্রেফতার করা হলো না কেন? দ্রুত তাকে আইনের আওতায় আনা হোক।
বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, ২০০৮ সালের অবৈধ নির্বাচনে দায়িত্ব-পালনকারী নিবার্চন কমিশনার, পুলিশ কর্মকর্তাসহ জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ২০০৮ সালের কারচুপির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে একের পর এক জালিয়াতির নির্বাচন করে অবৈধভাবে ১৬ বছর ক্ষমতায় থেকে হাজার হাজার বিএনপি নেতা-কর্মীকে হত্যা এবং লাখ লাখ নেতা-কর্মীকে জেলে দিয়ে নির্যাতন করেছে।
দুলু আরও বলেন, এখন পিআর নামে নতুন ভোট পদ্ধতি চালু হচ্ছে। আমাকে ভোট দেবেন, ভোট পড়বে গোপালগঞ্জে। মার্কা থাকবে, প্রার্থী থাকবে না। এ পিআর পদ্ধতির ভোট এ দেশে হতে পারে না। আমরা দীর্ঘ ১৭ বছর ধরে এ ফেয়ার নির্বাচনের জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছি। দেশের মানুষ ফেয়ার নির্বাচনের জন্য অপেক্ষা করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-২০০৮ ও ২০১৮ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপি নেতা ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা উপজেলার পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান পারভীন লিপি প্রমুখ।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ