বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপি জনগণের রাজনীতি করে ক্ষমতার রাজনীতি করে না। করলে এ সরকারের অংশ হতাম। গণতন্ত্রের বিপন্নতা ঘটত না। আমরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই না।
শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শহরের স্টেশন রোড়ের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমরা ৩১ দফা দাবিকে সামনে রেখে আন্দোলনে নেমেছি। জনগণের কর্মসংস্থান, কৃষক ও ছাত্রদের ভবিষ্যৎ উন্নয়নে পরিকল্পনা করছি। নারীদের নিরাপত্তার বিষয়েও ভাবছি। মানুষ যেন শান্তিতে থাকতে পারে, এটা নিশ্চিত করাও প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব।
সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধানসহ প্রমুখ।
প্রতিনিধি/এসএস