বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

হবিগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শুক্রবার (৪ জুলাই) ভোরে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার মাদক কারবারিরা হলেন - ভোলা জেলার দৌলতখান উপজেলার চরসবি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. হান্নান (৩৮) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মো. সেলিমের ছেলে মো. জামাল মিয়া (২৭)।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

এর আগে ভোরে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ ওই দু’জনকে গ্রেফতার করে। 

পরে মামলা দিয়ে তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।  


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর