ফরিদপুরে সেফ ফুড ইন্ডাস্ট্রি নামের একটি খাদ্য উৎপাদন কারখানায় অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ অভিযানে খাদ্য উৎপাদনে অনুমোদন না নিয়ে খাদ্যজাত পণ্য উৎপাদন করা এবং খাদ্য উপাদানের ফ্লেভারের তারিখ অতিক্রম করায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে ফরিদপুরের কানাইপুরে এ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
এ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর সদর ভূমি অফিসের সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম।
এ সময় সেনাবাহিনী ও পুলিশ ছাড়াও বিএসটিআই-এর ইন্সপেক্টর মো. খালেদ হাসান, জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কানাইপুরে অবস্থিত সেফ ফুড ইন্ডাস্ট্রিতে যৌথবাহিনী অভিযান চালায়। এই অভিযানের সময় আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিংকস পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে উৎপাদন, মোড়ক ও বাজারজাত করায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮'-এর ২৪(১)/৪১ ধারা মোতাবেক সেফ ফুড ইন্ডাস্ট্রির মালিক মোহাম্মদ শফিকুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

