শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

কিছু দল জনগণের সাড়া না পেয়ে পিআর নির্বাচনের কথা বলছে: আযম খান

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

কিছু দল জনগণের সাড়া না পেয়ে পিআর নির্বাচনের কথা বলছে: আযম খান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, এখন কতিপয় রাজনৈতিক দল নির্বাচনী মাঠে জনগণের সাড়া না পেয়ে  নানা রকমের কথা বলছে। কেউ পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, কেউ সংস্কারের ধোঁয়া তুলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আবার কেউ বিচারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ নানাজন নানাভাবেই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে।

আযম খান বলেন, আমি বলব, এই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়া। বাংলাদেশের শিল্পায়নকে পিছিয়ে দেওয়া, বাংলাদেশের সমৃদ্ধিকে পিছিয়ে দেওয়া। তাই কতিপয় রাজনৈতিক নেতাদের বলব আসুন, রাজনৈতিক মাঠে আসুন, এবার যদি জনগণ সাড়া না দেয় ভবিষ্যতে আপনাদেরকে জনগণ সাড়া দিতে পারে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত হয়নি, আগের সিস্টেম এখনও আছে: নাহিদ

শুক্রবার (৪ জুলাই) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে সনাতন ধর্মীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব  কথা বলেন।

thumbnail_1000017102

নির্বাচনকে পিছিয়ে দিয়ে এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়া যাবে না জানিয়ে তিনি বলেন, হাইব্রিড বাংলাদেশের অগ্রযাত্রাকে যেমন ব্যাহত করেছে। হাইব্রিড বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। বিএনপি ওই হাইব্রিড সম্পর্কে অত্যন্ত সচেতন। ওই হাইব্রিড বিএনপিতে জায়গা পাবে না। এর আগে শুভেচ্ছা বিনিময়কালে সনাতন ধর্মীয় লোকজনের যেকোনো প্রয়োজনে দলীয় নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশ দেন তিনি।


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি নিখিল কুমার রতন, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, সাধারণ সম্পাদক স্বপন কুমার, হিন্দু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ভজন কুমার বিশ্ব প্রমুখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর