ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় এখনও শনাক্ত হয়নি।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার কাকনী ইউনিয়নের দাদরা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
তারাকান্দা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাদরা গ্রামের ফরিদুল ইসলামের বাড়িটি দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। বৃহস্পতিবার সকালে বাড়িটির পাশ থেকে প্রচণ্ড দুর্গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ে।
বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে নারীর মরদেহটি উদ্ধার করে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স ৩০ বছর।
তার পরিচয় এখনও শনাক্ত হয়নি। পুলিশ ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে।’
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

