সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রতিমন্ত্রী জাকির হোসেনের পিএস গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ১০:২১ পিএম

শেয়ার করুন:

প্রতিমন্ত্রী জাকির হোসেনের পিএস গ্রেফতার
রাশেদুল ইসলাম

কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে পতিত সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের রাজনৈতিক পিএস গ্রেফতার হয়েছেন। প্রতিমন্ত্রীর চাচাতো ভাই পিএস রাশেদুল ইসলাম (৪৫) জেলার রৌমারী মন্ডলপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। 

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২টায় কুড়িগ্রাম সদরের পিটিআই এলাকা হতে তাকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের একটি টিম।


বিজ্ঞাপন


কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি বজলার রহমান এ বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে সাবেক প্রতিমন্ত্রী জাকিরের সঙ্গে থেকে বিভিন্ন দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এই গ্রেফতার পিএস রাশেদের বিরুদ্ধে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর