সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভুলে অ্যাকাউন্টে চলে আসা ৪ লাখ টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন ইমরান

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ০৮:১৩ পিএম

শেয়ার করুন:

ভুলে অ্যাকাউন্টে চলে আসে ৪ লাখ টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন ফারুক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের এক ব্যক্তির অ্যাকাউন্টে ভুলবশত চলে আসে ৪ লাখ টাকা।সেই টাকা প্রকৃত মালিক পুরান ঢাকার ফারুক হোসেনকে ফিরিয়ে দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সরাইল সদর ইউনিয়নের ইঞ্জিনিয়ার মো. ইমরান হোসেন। 

জানা গেছে, পুরান ঢাকার বাসিন্দা ফারুক হোসেন (৫০) ভুলবশত নগদ ৪ লাখ টাকা ইঞ্জিনিয়ার ইমরানের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। বিষয়টি বুঝতে পেরে ফারুক হোসেন ইমরান হোসেনের সঙ্গে যোগাযোগ করলে ইমরান বিনা দ্বিধায় টাকা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে সরাইল সদর ইউনিয়ন পরিষদের সদস্য সালাউদ্দিন সুরুজ-এর মাধ্যমে তার অফিসে পুরো টাকা প্রকৃত মালিক ফারুক হোসেনের হাতে তুলে দেওয়া হয়।

ইঞ্জিনিয়ার ইমরান হোসেন বলেন, মানুষ হিসেবে আমাদের দায়িত্ব শুধু নিজের জন্য নয়, অন্যের ভুল বা বিপদেও পাশে দাঁড়ানো। টাকা ফিরিয়ে দিয়ে আমি নিজের দায়িত্বটুকুই পালন করেছি।

স্থানীয়রা জানান, ইমরান হোসেন আগেও বহুবার এ ধরনের সৎ ও মানবিক কাজ করে সমাজে উদাহরণ স্থাপন করেছেন। তার এই সততা, মানবিকতা ও নৈতিকতা আজকের সমাজে অত্যন্ত বিরল এবং অনুসরণযোগ্য।

নিজের টাকা ফিরে পেয়ে ফারুক হোসেন বলেন, আমি হতবাক হয়ে গিয়েছিলাম এত বড় অঙ্কের টাকা ভুল করে পাঠিয়ে দিয়ে। কিন্তু ইমরান ভাইয়ের মতো একজন সৎ ও নীতিবান মানুষের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর