সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পরীক্ষা দিতে গিয়ে আর ফেরা হলো না আমেনার

জেলা প্রতিনিধি, শরীয়তপুর 
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

পরীক্ষা দিতে গিয়ে আর ফেরা হলো না আমেনার

শরীয়তপুরের ভেদরগঞ্জের চরকোড়ালতলী এলাকায় ডোবা থেকে আমেনা আক্তার নামের দশম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।


বিজ্ঞাপন


নিহত আমেনা আক্তার চরকোড়ালতলী মৃধাকান্দি গ্রামের মান্নান ঢালীর মেয়ে। তিনি স্থানীয় মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আমেনা বেগম সকালে পরীক্ষা দেওয়ার জন্য মাদরাসার উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফিরেনি। তবে নিহত আমেনার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর