সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুনামগঞ্জের শাল্লায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ 
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ০৭:০২ পিএম

শেয়ার করুন:

সুনামগঞ্জের শাল্লায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাজীপুরে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

মৃতরা হলো - উপজেলার সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিক মিয়া (৫) ও মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানবির মিয়া (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আকিক মিয়া মির্জাকান্দা গ্রামে মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। পরে একই গ্রামের তানবির মিয়ার সঙ্গে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়ে। 

আরও পড়ুন: ঝিনাইদহে বটির আঘাতে শিশুর মর্মান্তিক মৃত্যু


বিজ্ঞাপন


দুই শিশু খেলাধুলার একপর্যায়ে পুকুরে পড়ে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর