সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে আরও ২৩ জন পুশইন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ০৬:১৮ পিএম

শেয়ার করুন:

 শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে আরও ২৩ জন পুশইন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে পুশইন করে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। পরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  


বিজ্ঞাপন


আটকদের মধ্যে ৯ জন শিশু, ৯ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়িও বাংলাদেশের বিভিন্ন জেলায়।

এদিকে বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামকস্থান হতে ৪৮ জন বাংলাদেশি নাগরিক ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ী এলাকায় ঘুরাঘুরি করার সময় বিজিবির টহলদল কর্তৃক তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ১৫ জন এবং শিশু ১৮ জন রয়েছেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর