রাজশাহীতে রাসুলে আকরাম (সা.)-এর বিদায় হজ এবং ঈদে গাদির উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শাহ ডাইন কমিউনিটি সেন্টারে ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, রাজশাহী শাখা এই সেমিনারের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইমামিয়া ওলামা সোসাইটির সেক্রেটারি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. এম আব্দুল কুদ্দুস বাদশা এবং প্রধান আলোচক ছিলেন ঢাকাস্থ রাসুলে আকরাম (সা.) ইসলামিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আলী মোর্তজা।
বিজ্ঞাপন
সেমিনারে বক্তারা বলেন, বিদায় হজের ভাষণে রাসুল (সা.) বিশ্বমানবতার দিকনির্দেশনা দিয়েছেন এবং কুরআন ও আহলে বাইতের অনুসরণের গুরুত্ব তুলে ধরেছেন। ঈদে গাদির প্রসঙ্গে তারা বলেন, গাদিরে খুমের ঘোষণা ছিল ইসলামী নেতৃত্ব ও বেলায়াত প্রতিষ্ঠার ঐতিহাসিক মাইলফলক।
বক্তারা আরও বলেন, বেলায়াত শুধু ধর্মীয় আনুগত্য নয়, বরং একজন মুমিনের জীবনের কেন্দ্রবিন্দু। কোরআন ও হাদিসের আলোকে এর গুরুত্ব অপরিসীম।
সেমিনার শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা পরিচালনা করেন মোহাম্মদ আমীন (সা.) ফার্সি শিক্ষা কেন্দ্রের সাংস্কৃতিক বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ মাজিদুল ইসলাম।
ইএ
