পটুয়াখালীর টেংরাখালী এলাকায় কোস্টগার্ড ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযানে ৪ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি জানান, ভোরে কোস্টগার্ড স্টেশন ও মৎস্য অধিদপ্তরের যৌথ দল পটুয়াখালী সদরের টেংরাখালী পুরাতন বিমানবন্দরসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কুয়াকাটা থেকে বাগেরহাটগামী একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে ১ কোটি ৫৫ লাখ পিস অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকা।
অবৈধ রেণুগুলোর প্রকৃত মালিক শনাক্ত করা না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকচালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে জব্দকৃত রেণুগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়।
তিনি আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে। যার ফলে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

