সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গৌরীপুরে প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ১১:০৪ পিএম

শেয়ার করুন:

গৌরীপুরে প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুরের একটি কচুক্ষেত থেকে হোসনে আরা (৩০) নামের এক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২ জুন) সকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের কবিরাজবাড়ি গ্রামের একটি কচুক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত হোসনে আরা উপজেলার বোকাইনগর ইউনিয়নের কাউলাটিয়া গ্রামের মৃত আব্দুল গণির মেয়ে।

কচুক্ষেত থেকে নারীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হোসনে আরা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এলাকায় মা রাবেয়া খাতুনের সঙ্গে একটি টিনশেড ঘরে বসবাস করতেন তিনি। গত মঙ্গলবার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে অনেক খুঁজেও তার কোনো সন্ধান পাননি মা রাবেয়া খাতুন। পরের দিন সকালে গ্রামের শিশুরা ঘুড়ি ওড়াতে গিয়ে কবিরাজবাড়ি গ্রামের মোশারফ হোসেন মজনুর কচুক্ষেতে একটি মরদেহ দেখতে পান।

বিষয়টি স্থানীয়দের জানালে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ওই সময় নিহতের গলায় কলাগাছের বাকলা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে যে নির্যাতনের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।


বিজ্ঞাপন


গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, ‘লাশের গলায় কলাগাছের বাকলা পেঁচানো ছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর