সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বর্ণঘোষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

স্বর্ণঘোষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শরীয়তপুর শহরের স্বর্ণঘোষ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন আক্তার সরদার (৩৪) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি। 

বুধবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 


বিজ্ঞাপন


নিহত আক্তার সরদার শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার বাসিন্দা নূর হোসেন সরদারের বড় ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে পেশাদার ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিনি এক প্রতিবেশীর বাড়িতে বিদ্যুতের মেরামতের কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তড়িৎ প্রবাহে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন আক্তার। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আক্তার সরদার এক সন্তানের জনক ছিলেন। মাত্র পাঁচ বছরের একটি ছেলে রয়েছে তার। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঢাকা মেইলকে বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর